আকাশ বিনোদন ডেস্ক:
বলিউড তারকা রানি মুখার্জি মুম্বাই পৌরসভার সঙ্গে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন। আইন অমান্য করে মুম্বাইয়ের বাংলোতে কিছু কাজ করায় এই নায়িকার নামে মুম্বাই পৌরসভায় (বিএমসি) অভিযোগ করা হয়। নিজের ভুলের মাশুল হিসেবে তাকে গুনতে হয়েছে ২৩ লাখ রুপি! জরিমানা দেওয়ার পর তিনি বাংলোর বাকি কাজ সম্পন্ন করার অনুমতি পেয়েছেন।
বিএমসির ভবন প্রস্তাব বিভাগের একজন কর্মকর্তা জানান, ‘আমরা রানি মুখার্জির কাছ থেকে ২৩ লাখ রুপি জরিমানা আদায় করেছি। তার কাছে এর চেয়ে বেশি জরিমানা চাওয়া হয়নি। এখন তিনি আবার তার বাড়ির কাজ শুরু করতে পারবেন।
রানির বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমোদিত নকশা না মেনে বাংলোর কাজ করিয়েছেন। গত আগস্ট মাসে মুম্বাই পৌরসভায় এই তারকার নামে একটি অভিযোগ লিপিবদ্ধ হয়। পৌরসভা রানিকে নোটিশ পাঠায় ও অভিযোগ পুনর্বিবেচনা করার জন্য সময় নেয়। তদন্ত শুরুর পর তারা বাংলোর নির্মাণকাজ বন্ধ রাখার আদেশ দেয়।
’
অভিযোগকারীদের মধ্যে একজন নিকিতেশ চাউবেল বলেন, ‘রানিকে অনেক কম জরিমানা করা হয়েছে। অনুমোদিত প্রস্তাব না মেনে ভবনের কাজ করায় তাকে (রানিকে) আরো বেশি জরিমানা করার কথা। এর শাস্তি এত কম হতে পারে না।
রানি মুখার্জি বাবাকে হারিয়েছেন এক মাসও হয়নি। এর মধ্যে তাকে এসব আইনি জটিলতা ও সমালোচনা সামাল দিতে হচ্ছে। তিন বছর পর রানি বড় পর্দায় ফিরছেন আগামী বছর। যশরাজ ফিল্মসের প্রযোজনায় তার নতুন ছবির নাম ‘হিঁচকি’।
আকাশ নিউজ ডেস্ক 






















