আকাশ বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। বরাবরই একটু আলাদা রকমের রূপে থাকতে ভালবাসেন কারিনা।
সম্প্রতি নতুন এক ফটোশুটে সেটাই আবার প্রমাণ করলেন এই অভিনেত্রী।
সম্পূর্ণ ব্ল্যাক আউটফিটে দূর্দান্ত মানিয়েছে নবাব পুত্র সাইফ আলি খানকে। এই মুহূর্তে মাতৃত্ব সম্পূর্ণভাবে উপভপগ করছেন কারিনা। তার মধ্যে হাতে রয়েছে কামব্যাক ফিল্মও।
.jpg)
আগামী ছবি ‘ভিরে দি ওয়েডিং’ নিয়ে এখন তুমুল ব্যস্ত এই নায়িকা। মা হওয়ার পর এই ছবি দিয়েই ফের বলিউডে ফিরবেন তিনি। সেই কারণে ব্যস্ততাও এই মুহূর্তে তুঙ্গে। ছবির প্রচারের কাজে কখনও মুম্বাই, কখনও দিল্লি ছুটে বেড়াতে হচ্ছে তাকে। সম্প্রতি ছবির প্রচারের জন্য ঘুরে এলেন ফুকেত থেকেও।
.jpg)
আশি স্টুডিও আউটফিটে দুর্দান্ত এই ফোটোশুটটি করেছেন নায়িকা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সোনম কাপুরের বোন রিয়া কাপুর।
আকাশ নিউজ ডেস্ক 






















