অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে যাওয়ার পথে পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ
আকাশ নিউজ ডেস্ক 
























