আকাশ বিনোদন ডেস্ক:
এবার দর্শকের সামনে রাজকীয় বেশে হাজির হলেন ঢালিউডের আলোচিত জুটি মৌসুমী-ওমর সানি। জমকালো গহনার সঙ্গে মৌসুমী পরেছেন মেরুন রঙের শাড়ি। ওমর সানী পরেছেন পাগড়ির সঙ্গে সোনালি রঙের শেরওয়ানি। একটি ফ্যাশন হাউজের ফটোসেশনে অংশ নিতেই তাদের এমন সাজ।
মৌসুমী বলেন, এটা সত্যিই একটি আনন্দমুখর সন্ধ্যা ছিল। ফটোসেশনে সানী বর এবং আমাকে কনে সাজতে হয়। ভিন্ন ধরনের আয়োজনে এ কাজটি করে ভালো লেগেছে আমার।
ওমর সানী বলেন, প্রেম`স কালেকশনের একটি ফটোসেশনে আমি ও মৌসুমী অংশ নিয়েছিলাম। সামনে তাদের আয়োজনে এক ফ্যাশন শোতেও অংশ নিব আমরা। কাজটি করে বেশ ভালো লেগেছে।
আকাশ নিউজ ডেস্ক 






















