আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদোকে কি পরের বছর রিয়াল মাদ্রিদে খেলতে দেখা যাবে? হঠাৎ করে এই প্রশ্নটা তোলপাড় ফেলছে ফুটবল বিশ্বে। স্প্যানিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ক্ষিপ্ত রোনালদো নাকি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করতে একেবারেই রাজি নন। এই মৌসুমের শুরু থেকেই ক্লাবের সঙ্গে রোনালদো সম্পর্ক খারাপ হচ্ছে বলে খবর। শোনা যাচ্ছে, রোনালদো নাকি মনে করছেন, ক্লাবে তিনি প্রাপ্য মর্যাদা পাচ্ছেন না। যে জন্য এই দাবি।
রোনালদো যে রিয়ালে খুব একটা খুশি নন, তার ইঙ্গিত আগেও ছিল। সি আর সেভেন নিজেই বলেছিলেন, ‘আমি আর নতুন করে চুক্তি করতে চাই না।’ কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল ২০২১ পর্যন্ত। কিন্তু এখন হঠাৎ খবর ছড়িয়েছে যে এই মরসুমের শেষেই তিনি ক্লাব ছাড়তে চান। আগামী জুন মাসের পরে তিনি আর ক্লাবে থাকতে চান না।
একটি স্প্যানিশ টিভি চ্যানেলের সাংবাদিক এও দাবি করেছেন, রোনালদো নাকি তাঁর ইচ্ছের কথা রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ-কে জানিয়ে দিয়েছেন। কিন্তু এও শোনা গিয়েছে, পেরেজ নাকি তার কথা মানতে চাননি। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন রোনালদো। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েনও বেড়েছে বলে খবর। রোনালদো বুঝিয়ে দিয়েছেন, ভাল প্রস্তাব এলে তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।
আকাশ নিউজ ডেস্ক 

























