অাকাশ জাতীয় ডেস্ক:
সমাবেশে বাধা দিতেই সরকার দূরপাল্লার বাস ও রাজধানীর গণপরিবহন হঠাৎ করে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশের প্রস্তুতি চলাকালে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সকাল থেকেই খবর পাচ্ছি বিভিন্ন দিকে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, বাস বন্ধ করে দেয়া হয়েছে। মহাসড়ক বন্ধ করেছে যেন নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বন্ধ করতেই এই কৌশল নেয়া হয়েছে। তিনি বলেন, বিএনপির সমাবেশে বাধা দিতেই সরকার এই কাজ করেছে। তবে, হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়ে একে সফল করবে।
৭ নভেম্বর স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপি এই সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীদেরকে আনতে প্রস্তুতি নিচ্ছিল। সমাবেশের দিন সকালে হঠাৎ করে আশেপাশের জেলা থেকে ঢাকামুখী বাস বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে মানুষ।
আকাশ নিউজ ডেস্ক 























