ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের যুব আন্দোলনের পথিকৃত এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।

এ উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টের সকল শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন।

দুপুর দু’টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব গেইট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় সকল শাখা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় সকল শাখার নিজ নিজ এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠান এবং আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর শাখা সমুহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কেন্দ্রকে অবহিতকরণ স্বাপেক্ষে স্থানীয়ভাবে আলোচনা সভার আয়োজন।

এ সকল আলোচনা সভায় অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ অংশ গ্রহন করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট সময় ১০:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশের যুব আন্দোলনের পথিকৃত এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণি’র নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।

এ উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টের সকল শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন।

দুপুর দু’টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব গেইট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় সকল শাখা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল আটটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় সকল শাখার নিজ নিজ এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠান এবং আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর শাখা সমুহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কেন্দ্রকে অবহিতকরণ স্বাপেক্ষে স্থানীয়ভাবে আলোচনা সভার আয়োজন।

এ সকল আলোচনা সভায় অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ অংশ গ্রহন করবেন।