আকাশ বিনোদন ডেস্ক:
অভিনেতা ও পরিচালক দুই পরিচয়ে জনপ্রিয়তা পেয়েছেন তৌকীর আহমেদ। তার অভিনীত একক নাটক ‘আব্দুর রহমান একটি অসমাপ্ত গল্পের নায়ক’ আজ শনিবার রাত ৯ টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। পৃথুরাজের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, শম্পা রেজা, রিফাত চৌধুরী, অভিষেক প্রমুখ।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ। তাঁর চরিত্রের নাম আব্দুর রহমান। অন্যদিকে, নীলা চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা।
নাটকটির গল্পে দেখা যাবে, আব্দুর রহমান একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরি করে। অফিস আর বাসায় তার সময় কাটে। পরিবারে তার আর কেউ নেই। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন নীলা নামের একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই নীলাকেই সে তার চারপাশে দেখতে পায়। কখনো নীলা রাতে রাস্তার ধারে রহস্যময় নারী। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
আকাশ নিউজ ডেস্ক 
























