অাকাশ জাতীয় ডেস্ক:
১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির অনুকম্পায় নয়।’ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
১৪ দলের বন্ধন এখনো অটুট রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন ১৪ দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। বিভ্রান্তিমূলক কোনও কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সময় এটা নয়।’ সংবিধানে সহায়ক সরকারের কোনও বিধান নেই মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন কোনও রাজনৈতিক দলের দেওয়া রূপরেখায় হবে না। বিশ্বের অন্যান্য দেশের মত সংবিধান অনুযায়ী প্রধামন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহযোগীতা দেওয়ার বিষয়টি যেখানে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে সেখানে একজন নেত্রী তিন মাস পর ঘুম থেকে জেগে উঠে সেখানে গিয়ে বললেন কিছুই দেওয়া হয়নি। যেখানে বিশ্বের ধনী দেশগুলো এক লাখ শরণার্থীকে আশ্রয় দিতে ভয় পায়। সেখানে শেখ হাসিনা সাত লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। সরকারি-বেসরকারিভাবে তাদের বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। অথচ বিএনপি নেত্রী লাখ লাখ টাকার তেল পুড়িয়ে বিশাল গাড়িবহর নিয়ে সেখানে শো-ডাউন করতে গিয়েছেন। তিনি শুধুই মিথ্যাচার করে ফিরে এসেছেন।’
সম্প্রতি জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা খুন ও ইউপি চেয়ারম্যান সবুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তাছাড়া চেয়ারম্যনের চিকিৎসা হতে না হতেই আসামিরা কারও ইঙ্গিতে বা অশুভ সাহায্য নিয়ে আদালত থেকে জামিনে বের হয়ে এসেছে, সেটাও খতিয়ে দেখতে হবে।’
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাভোকেট কে এম হোসেন আলী হাসানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 






















