ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশও, বন্ধ হয়নি সব দরজা : বুলবুল নিউজিল্যান্ডে ভয়াবহ ভূমিধস, বহু মানুষ নিখোঁজ, উদ্ধার অভিযান জোরদার তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র ফ্যাসিস্ট গোষ্ঠী এখনো ওত পেতে আছে : উপদেষ্টা ফরিদা আখতার শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির

মায়া লাগিয়ে গেলেন ফকির শাহাবুদ্দিন

আকাশ বিনোদন ডেস্ক:

তৃতীয়বারের মতো আয়োজিত লোকসঙ্গীত উৎসবে মঞ্চ মাতিয়ে গেলেন ফোক গানের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ফোক উৎসবের প্রথমদিনের আসরে তিনি সন্ধ্যা ৭ টায় মঞ্চে উঠে দরাজ গলায় তাঁর সুরে আসর মাতান।

সাদা ধবধবে পোশাকে বাউল বেশে মঞ্চে উঠে শাহাবুদ্দিন প্রথমের পরিবেশন করেন ‘ও দয়াল’। এরপর একাধিক আধ্যাত্মিক গানের ধারাবাহিকতায় তিনি গান ‘তুই যদি হইতি গলার মালা’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানগুলো।

শাহাবুদ্দিনের গানের তালে তালে মায়ায় পড়েন যান উৎসুক হাজারও সঙ্গীত প্রিয় মানুষ। করতালি দিয়ে শিল্পীকে সবাই শুভেচ্ছা জানান। ফকির শাহাবুদ্দিনও দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফোক ফেস্টের প্রথমদিনে ফকির শাহাবুদ্দিনের আগে গান করেন বাউলিয়ানা। এই মুহূর্তে মঞ্চে আছে ব্রাজিলের মোরিসিও টিযুমবা। গাইবেন তিব্বতের তেনজিন চ’য়েগাল ও ভারতের পাপন।

উল্লেখ্য, ফকির শাহাবুদ্দিন বাংলাদেশের বাউল, সুফী গানের সুপরিচিত গায়ক। তিনি দীর্ঘদিন ধরে বাউল গান চর্চার পাশাপাশি গবেষণাও করেছেন। তার সংগ্রহে রয়েছে হাজারও লোক গান।

এই গায়ক ১৯৭৮ সাল থেকে গান শেখা শুরু করেছিলেন। প্রথমে গণসঙ্গীত করলেও পরে শাহ আবদুল করিমের সান্নিধ্য পেয়ে বাউল গানে ঝুঁকে পড়েন। এরপর তিন দশক ধরে ফকির শাহাবুদ্দিন লোক গান করছেন।

ফকির শাহাবুদ্দিনের উল্লেখযোগ্য একক অ্যালবামের মধ্যে রয়েছে জাস্ট ফর ইউ, কান্দো কেন মন, ফরিক, সারথী, দয়াল, এক মুঠো ভালোবাসা, দ্য রেভুলেশন অব সুভি ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মায়া লাগিয়ে গেলেন ফকির শাহাবুদ্দিন

আপডেট সময় ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

তৃতীয়বারের মতো আয়োজিত লোকসঙ্গীত উৎসবে মঞ্চ মাতিয়ে গেলেন ফোক গানের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দিন। বৃহস্পতিবার ফোক উৎসবের প্রথমদিনের আসরে তিনি সন্ধ্যা ৭ টায় মঞ্চে উঠে দরাজ গলায় তাঁর সুরে আসর মাতান।

সাদা ধবধবে পোশাকে বাউল বেশে মঞ্চে উঠে শাহাবুদ্দিন প্রথমের পরিবেশন করেন ‘ও দয়াল’। এরপর একাধিক আধ্যাত্মিক গানের ধারাবাহিকতায় তিনি গান ‘তুই যদি হইতি গলার মালা’, ‘বন্দে মায়া লাগাইছে’, ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানগুলো।

শাহাবুদ্দিনের গানের তালে তালে মায়ায় পড়েন যান উৎসুক হাজারও সঙ্গীত প্রিয় মানুষ। করতালি দিয়ে শিল্পীকে সবাই শুভেচ্ছা জানান। ফকির শাহাবুদ্দিনও দর্শকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফোক ফেস্টের প্রথমদিনে ফকির শাহাবুদ্দিনের আগে গান করেন বাউলিয়ানা। এই মুহূর্তে মঞ্চে আছে ব্রাজিলের মোরিসিও টিযুমবা। গাইবেন তিব্বতের তেনজিন চ’য়েগাল ও ভারতের পাপন।

উল্লেখ্য, ফকির শাহাবুদ্দিন বাংলাদেশের বাউল, সুফী গানের সুপরিচিত গায়ক। তিনি দীর্ঘদিন ধরে বাউল গান চর্চার পাশাপাশি গবেষণাও করেছেন। তার সংগ্রহে রয়েছে হাজারও লোক গান।

এই গায়ক ১৯৭৮ সাল থেকে গান শেখা শুরু করেছিলেন। প্রথমে গণসঙ্গীত করলেও পরে শাহ আবদুল করিমের সান্নিধ্য পেয়ে বাউল গানে ঝুঁকে পড়েন। এরপর তিন দশক ধরে ফকির শাহাবুদ্দিন লোক গান করছেন।

ফকির শাহাবুদ্দিনের উল্লেখযোগ্য একক অ্যালবামের মধ্যে রয়েছে জাস্ট ফর ইউ, কান্দো কেন মন, ফরিক, সারথী, দয়াল, এক মুঠো ভালোবাসা, দ্য রেভুলেশন অব সুভি ইত্যাদি।