অাকাশ জাতীয় ডেস্ক:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছর কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর সভাপতি মোহাম্মদ আজিজ খানের সভাপতিত্বে তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধি, বিএসইসি কমিশনার, স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, ডিবিএ ও বিএমবিএ সভাপতিসহ পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, করপোরেট ট্যাক্স পুঁজিবাজারবান্ধব নয়, সেটা আমরা বুঝি। তবে এ ট্যাক্স কমানোর ব্যাপারে পদক্ষেপ নেবে নতুন নির্বাচিত সরকার। তারাই ট্যাক্স কমানোর বিষয়গুলো নিয়ে কাজ করবে।
পুঁজিবাজার সম্পর্কে তিনি বলেন, বেশ কয়েক বছরে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেয়া সংস্কারগুলো পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ভূমিকা রেখেছে। তবে এ সংস্কার কাজ চলমান রাখতে হবে। কারণ আগামী ৫ বছরে আমাদের অনেক উন্নতির প্রয়োজন রয়েছে।
মুহিত বলেন, বাংলাদেশে দারিদ্র্যসীমার মধ্যে বসবাসকারী মানুষের হার এখন সাড়ে ২২ শতাংশ। তবে সরকারের নেয়া উন্নয়ন পলিসিগুলোর বাস্তবায়ন এবং তা চলমান থাকলে আগামী ২০২৩ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। তাই আগামী ৫ বছর বাংলাদেশের অর্থনীতির জন্য কঠিন সময় বলে মনে করেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 






















