অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছিলেন, আমেরিকা ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী আচরণ সহ্য করবে না। এর পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ের্ত বলেছেন, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অস্থিতিশীলতার জন্য ইরান দায়ী। তিনি মঙ্গলবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ দাবি করেন।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ অক্টোবর তেহরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সমর্থন দেয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন।
ট্রাম্প এমন সময় এ পদক্ষেপ নিলেন যখন সিরিয়া ও ইরাকে আমেরিকার সমর্থনে হৃষ্টপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে আইআরজিসি।
ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ওই দুই দেশের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়েছে ইরান। তেহরান ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাজে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে। এ বিষয়টি কোনো অবস্থাতেই মার্কিন প্রশাসনের ভালো লাগেনি।
আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনল যখন বহু বছর ধরে খোদ ওয়াশিংটনই মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে।
আকাশ নিউজ ডেস্ক 



















