আকাশ বিনোদন ডেস্ক:
ইউরোপের ২৫/৩০টি সিনেমা প্রদর্শনীর সুযোগ পাচ্ছে বাংলাদেশের ব্যবসাসফল সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। ছবির প্রচারণার অংশ হিসেবে ‘ঢাকা অ্যাটাক’ টিম এখন দুবাই ঘুরে প্যারিসে।

প্যারিসে ‘ঢাকা অ্যাটাক’র প্রিমিয়ার শোর আগে
শুধু ছবির প্রচারণাই নয়, সঙ্গে ঘোরাঘুরিও হচ্ছে টিম সদস্যদের। তারা মঙ্গলবার গিয়েছিলেন আইফেল টাওয়ারে। হাড় কাঁপা শীতের মধ্যেই টিম সদস্যরা টাওয়ারের ওপর থেকে প্যারিসের সৌন্দর্য অবলোকন করেছেন একসঙ্গে।

মঙ্গলবার রাতে লাইভে শুভ ও মাহি
মঙ্গলবার প্যারিসে ‘ঢাকা অ্যাটাক’র প্রিমিয়ার শো হয়। ফেসবুক পেজেও মঙ্গলবার রাতে লাইভে এ নিয়ে কথা বলেছেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা মাহিয়া মাহি, কাহিনীকার অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ারসহ বিভিন্ন কলাকুশলীরা।
আকাশ নিউজ ডেস্ক 

























