আকাশ স্পোর্টস ডেস্ক:
একদিন বিরতির পর বিপিএলের পঞ্চম আসরে আজ মুখোমুখি হয়েছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের চলতি আসরে প্রথম দুই দিনের চার ম্যাচে খেলেছে ছয়টি দল।
বাকি ছিল সৌম্য-তাসকিনের চিটাগং ভাইকিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে আজ মাঠে নেমে পঞ্চম আসরে যাত্রা শুরু করলো তারা। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার দলপতি মোহাম্মদ নবী।
এদিকে, নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও ইনজুরির কারণে খেলতে পারেননি দলের অধিনায়ক ও আইকন ক্রিকেটার তামিম। তবে সিলেট সিক্সার্সের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কুমিল্লা।
অন্যদিকে, চিটাগং ভাইকিংসের অধিনায়কত্ব পাকিস্তানের অভিজ্ঞ মিসবাহ উল হকের কাঁধে। আর আইকন সৌম্য সরকার। জয় দিয়ে শুভ সূচনা করতে চায় চিটাগং।
কুমিল্লা একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জস বাটলার, অলোক কাপালী, মোহাম্মদ নবী (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, মোহাম্মদ সাইফুদ্দিন, রশিদ খান, আরাফাত সানি, আল আমীন হোসেন।
চিটাগং একাদশ: আনামুল হক, সৌম্য সরকার, লুক রঞ্চি, মিসবাহ-উল-হক (অধিনায়ক), দিলশান মুনাবেরা, লুইস রিসি, সিকান্দার রাজা, সুবাশীষ রায়, সোহরাওয়ার্দি শুভ, সাঞ্জামুল ইসলাম, তাসকিন আহমেদ।
আকাশ নিউজ ডেস্ক 
























