অাকাশ নিউজ ডেস্ক:
যশোর শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়াস্থ ‘রিনা প্লাস্টিক’ কারখানায় ক্ষতিকর পলিথিন ব্যবহার ও পলিথিনের ক্ষতিকর বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলার প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৭ জুলাই দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেছেন।
বিচারকের দেওয়া তথ্য মতে, পরিবেশের কোন ছাড়পত্র ছাড়াই ‘রিনা প্লাস্টিক’ কারখানায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন নিম্নমানের রিসাইক্লিং পদ্ধতিতে মাইক্রোচিপ তৈরি করতে কর্তন করা হচ্ছিল। এরপর কর্তৃনকৃত পলিথিনের ক্ষতিকর বর্জ্য সরাসরি যশোর শহরের উপর দিয়ে প্রভাহিত ভৈরব নদে ফেলা হয়। এটা জনস্বাস্থ্য ও ভৈরব নদের মৎস্য সম্পদসহ জীববৈচিত্রের জন্য হুমকি। ফলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় প্রতিষ্ঠানের মুকুলের নামে মামলা দিয়ে এ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদফতরের সহকারী বায়ো-কেমিস্ট নিখিল চন্দ্র ঢালী, আদালতের পেশকার জালাল উদ্দিন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 





















