ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমঝোতার জন্য জামায়াতের সঙ্গে বৈঠক করেছে সরকার: গয়েশ্বর

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সমঝোতার জন্য জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবি’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।

সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এ সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত নেতাদের সাথে তারা (আওয়ামী লীগ) বৈঠক করেছে। কিন্তু জামায়াতকে তারা বাগে আনতে পারছে না। মানে তাদের মাশুলটা বেশি দিয়ে ফেলছে তো। তাই নিচের স্তরের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারছে না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ন্যূনতম সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ সেই নির্বাচন বয়কট করবে। কারণ তারা অবাধ-সুষ্ঠু নির্বাচনে আসবে না।

বিএনপি এখনও শেখ হাসিনার জন্য গলার কাটা মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালে যে কারণে আমরা নির্বাচনে যাই নাই, ওই কারণে আমরা আগামী নির্বাচনেও যেতে পারি না। তাই যে কারণে নির্বাচনে যাইনি, ওই কারণগুলোকে আমরা মোকাবিলা করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণ করবো। আর এজন্য আমরা সদা প্রস্তুত রয়েছি। সুতরাং নির্বাচনের ব্যাপারে যা যা অন্তরায় আছে সেগুলো নিরসন করেই আমরা নির্বাচনে যাব।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ বক্তব্যে রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার জন্য জামায়াতের সঙ্গে বৈঠক করেছে সরকার: গয়েশ্বর

আপডেট সময় ০৫:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

সংসদ নির্বাচন সামনে রেখে সরকার সমঝোতার জন্য জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির দাবি’ শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।

সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এ সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত নেতাদের সাথে তারা (আওয়ামী লীগ) বৈঠক করেছে। কিন্তু জামায়াতকে তারা বাগে আনতে পারছে না। মানে তাদের মাশুলটা বেশি দিয়ে ফেলছে তো। তাই নিচের স্তরের নেতাকর্মীরা কোনো অবস্থাতেই এটা মেনে নিতে পারছে না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ন্যূনতম সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ সেই নির্বাচন বয়কট করবে। কারণ তারা অবাধ-সুষ্ঠু নির্বাচনে আসবে না।

বিএনপি এখনও শেখ হাসিনার জন্য গলার কাটা মন্তব্য করে তিনি বলেন, ২০১৪ সালে যে কারণে আমরা নির্বাচনে যাই নাই, ওই কারণে আমরা আগামী নির্বাচনেও যেতে পারি না। তাই যে কারণে নির্বাচনে যাইনি, ওই কারণগুলোকে আমরা মোকাবিলা করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণ করবো। আর এজন্য আমরা সদা প্রস্তুত রয়েছি। সুতরাং নির্বাচনের ব্যাপারে যা যা অন্তরায় আছে সেগুলো নিরসন করেই আমরা নির্বাচনে যাব।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব প্রমুখ বক্তব্যে রাখেন।