অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে গেল এপ্রিলে। এর পর থেকেই চলছে কানাঘুষা, কবে হচ্ছে সেই কাঙ্খিত সম্মেলন? জুলাইয়ে বন্যা আর সেপ্টেম্বরে রোহিঙ্গা ইস্যূতে ছাত্রলীগ সম্মেলন নিয়ে আলোচনা কিছুদিন বন্ধ থাকলেও দেশে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় আবারও সম্মেলন নিয়ে চায়ের টেবিলে ঝড় উঠেছে।
সম্মেলনে আগ্রহী সবার দাবীটা নৈতিক ও যৌক্তিক বলে জানিয়েছেন বর্তমান কমিটির শীর্ষ পর্যায়ের কিছু নেতা-কর্মী। এরই মাঝে দৃষ্টি কেড়ে নেয় একটি খোলা চিঠি। যেখানে শামীম আহমেদ ভূইয়া নামের একজন নিবেদিত ছাত্রলীগ কর্মী সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর খোলা চিঠিতে সম্মেলনের আকুতি জানিয়েছেন। বিডি টোয়েন্টিফোর টাইমস পাাঠকদের জন্য সেই খোলা চিঠিরই হুবুহু তুলে ধরা হলো-
বরাবর
সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ।
বিষয়: ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা প্রসংগে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ছাত্রলীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সংগঠনটি তার সবচেয়ে ভাল সময় পার করছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের এই সুসময় উপহার দেওয়ার জন্য হৃদয়ের অন্তস্থঃতল থেকে আপনাদের নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করছি। গত দুই বছরে আপনাদের মেধা ও পরিশ্রমের বিনিময়ে ছাত্রলীগকে যে অনন্য উচ্চতায় আপনারা নিয়ে গেছেন তা প্রশংসার দাবিদার। আপনাদের নেতৃত্ব শুধু ছাত্রসমাজে নয়, জনমানসেও গভীর রেখাপাত করেছে। আপনারা যেভাবে গত দুই বছর ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছেন তা ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বলতম স্মরণীয় অধ্যায়। গত দুই বছরে আপনাদের নেতৃত্বে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল তাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। একের পর এক পালক যুক্ত হয়েছে আপনাদের সাফল্যের মুকুটে। কিন্তু ছাত্রলীগ এর পবিত্র সংবিধান গঠনতন্ত্র মোতাবেক আপনাদের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগ থেকে আপনাদের নেতৃত্ব নিয়ে সংগঠনের ভিতরে-বাইরে প্রশ্ন উঠেছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা নিয়ে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং নিশ্চিত করে বলতে পারি, যে নেতৃত্বের ইতিহাস এতো সাফল্যমণ্ডিত তারা কোন ক্ষণিক মোহে অবৈধভাবে পদ আকঁড়ে ধরে থাকতে পারে না!
অতএব, আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন এই যে এমন যোগ্য নেতৃত্বই পারে সম্পূর্ণ নির্লোভ ও বিতর্কের ঊর্ধ্ব থেকে যথাসময়ে সম্মেলন অনুষ্ঠান করতে। অনতিবিলম্বে সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের মুকুটে সবথেকে উজ্জ্বলতম পালকটি যোগ করে নিবেন বলেই আমাদের বিশ্বাস। আবার বলছি, আমি মনে করি আপনাদের মত যোগ্য নেতৃত্বই পারে নতুন দিনের নতুন ইতিহাস সৃষ্টি করতে। আপনাদের সুচিন্তিত সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম।
আকাশ নিউজ ডেস্ক 

























