অাকাশ জাতীয় ডেস্ক:
নড়াইলের শাহাবাদ ইউনিয়নের দলজিতপুর গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ সুমি সরকারকে (২৪) হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার (১ নভেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জানা যায়, দলজিতপুর গ্রামের শ্যামল শীলের ছেলে গোবিন্দ শীলের সঙ্গে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সুকুমার সরকারের মেয়ে সুমির বিয়ে হয়। তাদের দীপ্ত (৭) নামে শিশু সন্তান রয়েছে।
সুমির ভাই উজ্জ্বল সরকার জানান, বিয়ের পর থেকে গোবিন্দ প্রায়ই যৌতুকের দাবি করতো। এ কারণে সুমিকে প্রায়ই শারীরিক এবং মানসিক নির্যাতন করত গোবিন্দ ও তার পরিবারের লোকজন। গোবিন্দকে বিভিন্ন সময়ে স্বর্ণালঙ্কারসহ প্রায় পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়ার পরও সুমির ওপর নির্যাতন থেমে থাকেনি। একপর্যায়ে গত রবিবার (২৯ অক্টোবর) যৌতুকের জন্য সুমিকে শারীরিক নির্যাতন করে গোবিন্দ। পরে তাকে ঘরের মধ্যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘এটি হত্যা আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
আকাশ নিউজ ডেস্ক 























