অাকাশ জাতীয় ডেস্ক:
মেয়র আনিসুল হকের জ্ঞান ফিরেছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে বের করা হয়েছে। আনিসুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বলেন, মঙ্গলবার আনিসুল হককে আইসিইউ থেকে সরিয়ে রিহ্যাব সেন্টারে (পুনর্বাসন কেন্দ্রে) নেয়া হয়েছে। সেখানে তাকে ফিজিওথেরাপি দেওয়া হবে।
মিজান জানান, আনিসুল হকের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। চিকিৎসকরা মনে করছেন আইসিইউ সাপোর্ট আর লাগবে না মেয়রের।
উল্লেখ্য, গত ২৯ জুলাই আনিসুল হক লন্ডন যান। সেখানেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। লন্ডনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সেরিব্রাল ভাসকুলাইটিস (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) রোগে আক্রান্ত।
আকাশ নিউজ ডেস্ক 

























