আকাশ বিনোদন ডেস্ক:
দু’জনই জনপ্রিয় অভিনেত্রী। বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন দু’জনই। একে অপরের প্রতিদ্বন্দ্বীও বটে। একজন ক্যাটরিনা কাইফ, অন্যজন আলিয়া ভাট। কিন্তু কী এমন হল, যাতে ক্যাটরিনা কোনও ভাবেই ক্ষমা করতে পারছেন না আলিয়াকে!
ক্ষমার অযোগ্য কোন কাজ করলেন তিনি? না! বিষয়টা অতটা সিরিয়াস নয়। আসলে আলিয়াকে জিমে নিয়ে গিয়ে ট্রেনিং করাচ্ছিলেন ক্যাটরিনা। কোনভাবে আলিয়া বিশ্রাম নিতে চাইলে বা কম পরিশ্রমের ব্যায়াম করতে চাইলে কোনও ছাড় দিচ্ছিলেন না তিনি।
বলিউডে ক্যাটরিনা ফিটনেস নিয়ে কতটা পরিশ্রম করেন, তা অনেকেই জানেন। তাই আলিয়া জিম করতে গিয়ে সিরিয়াস না হলে, সেই মনোভাব ক্যাটরিনার কাছে ক্ষমার অযোগ্য ছিল। মজা করে তোলা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
আকাশ নিউজ ডেস্ক 























