অাকাশ জাতীয় ডেস্ক:
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক পাইলটসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।
পাইলট সাব্বিরের বিরুদ্ধে প্লেন নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা-আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
আজ বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।
আকাশ নিউজ ডেস্ক 





















