অাকাশ জাতীয় ডেস্ক:
তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তো্লনকারী মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন সম্পদ বিক্রি করে বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এর ফলে বাংলাদেশের মোট গ্যাস উৎপাদনের ৫৮ শতাংশের সরবরাহকারী সংস্থাটির নিয়ন্ত্রণাধীন তিনটি প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে দেওয়ার জন্য যে ঘোষণা গত এপ্রিলে এসেছিল সেই প্রক্রিয়া আর অগ্রসর হচ্ছে না।
গতকাল রোববার শেভরনের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের বহিঃসম্পর্ক বিভাগের উপদেষ্টা ক্যামেরন ভ্যান আসট এক বিবৃতিতে এটা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























