অাকাশ জাতীয় ডেস্ক:
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ তার সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত। গতকাল রোববার সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খানের সঙ্গে আলাপকালে স্পিকার একথা বলেন।
সিপিএ সম্মেলনকে সামনে রেখে আকবর খান গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেন। সম্মেলন আয়োজনের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য তিনি স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে সিপিএ সেক্রেটারি জেনারেল সম্মেলনের সাফল্য কামনা করেন। তিনি স্পিকারের বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে এ আয়োজন সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আগামী পহেলা নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঢাকায় সিপিএ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সংস্থাটি কমনওয়েলথভূক্ত ৫২টি রাষ্ট্রের জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক পার্লামেন্টসহ মোট ১৮০টি ব্রাঞ্চ সমন্বিত একটি ঐতিহ্যবাহী অ্যাসোসিয়েশন।
আকাশ নিউজ ডেস্ক 























