অাকাশ জাতীয় ডেস্ক:
বিমান যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের দিগন্ত প্রসারিত হতে যাচ্ছে। এয়ার কানাডা ঢাকার সাথে দিল্লী পর্যন্ত ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এ ফ্লাইটের যাত্রীরা দিল্লী থেকে সরাসরি কানাডার টেরেন্টো অবতরণ করবেন। টরেন্টো থেকে প্রতিদিন অনেক গুলো ফ্লাইট নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যায়, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের যাত্রীর রুটে নিউইয়র্ক পর্যন্ত যেতে পারবেন।
আজ দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপির সাথে ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনার Benoit Pre`fontaine এর সাথে বৈঠককালে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় মাননীয় মন্ত্রী রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রসঙ্গ উত্থাপন করলে হাইকমিশনার জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে তা বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসিত হয়েছে। কানাডা দৃঢ়ভাবে বলেছে রোহিঙ্গাদের মায়ানারে ফেরত নিতে হবে। এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে কানাডা একজন বিশেষ দূত নিয়োগ করেছে। এবং কানাাডিয়ান প্রধানমন্ত্রী এ ব্যপারে কঠোর বিবৃতি দিয়ে মায়ানমারকে সতর্ক করেছে।
আকাশ নিউজ ডেস্ক 























