অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মালয়েশিয়ার পেরাক প্রদেশে নির্মাণাধীন ভবনের কংক্রিট স্ল্যাব ধসে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পেরাকের ইপো শহরের বন্দর মেরু রায়ার নির্মাণাধীন সাইটে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্থানীয় দমকল বাহিনীর প্রধান জানান, দ্বিতীয় তলার ফ্লোরের নির্মাণাধীন ছাদের ৮ মিটার উচ্চতার একটি কংক্রিটের স্ল্যাব ওই শ্রমিকের গায়ের ওপর ধসে পড়ে। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। উদ্ধার কর্মীদের সহযোগীতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























