আকাশ স্পোর্টস ডেস্ক:
মাঝে দক্ষিণ আফ্রিকার রানের গতিতে কিছুটা লাগাম টানতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ফারহান বেহারদিন ও ডেভিড মিলার মেটালেন পরিস্থিতির দাবি। দুজনের ঝড়ো জুটিতে দক্ষিণ আফ্রিকা তুলল ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান।
ডি কক ও ডি ভিলিয়ার্সের ঝড়ে প্রথম ১০ ওভারে রান ছিল ৯৭। ১১ থেকে ১৫, এই ৫ ওভারে রান উঠেছিল মাত্র ৩৬। কিন্তু শেষ ৫ ওভারে মিলার ও বেহারদিনের ঝড়ে উঠল ৬২ রান।
১৯ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন মিলার, দুটি করে চার ও ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৬ বেহারদিন।
আকাশ নিউজ ডেস্ক 

























