অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহী মহানগরীতে ট্রাকের চাপায় দীপক বিশ্বাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর লিলি সিনেমা হলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান হাফিজ। নিহত দীপক নগরীর আলীগঞ্জ বাগানপাড়া এলাকার মৃত ফ্রান্সিস বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।
ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, দীপক বিশ্বাস মোটরসাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই সে মারা যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি জানান, চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























