ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

ছাত্রদলকে হোস্টেল ত্যাগের সময় বেঁধে দিয়ে ছাত্রলীগের নোটিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠানের আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। কিন্তু সেই দায়িত্বটি নিজেদের কাঁধে তুলে নিয়েছে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রলীগ। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্রদলকে আজ দুপুর দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়েছে। একই সঙ্গে বিএল কলেজ ছাত্রদলকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, কোনো সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণভাবে ছাত্রদল যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায় সেজন্য এই বিজ্ঞপ্তি দিয়েছি।

বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, অনৈতিক, অসামাজিক, মিথ্যাচার ও সম্মানহানী কার্যকলাপের জন্য বিএল কলেজ ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হল। কলেজ হোস্টেলে অবস্থানরত ছাত্রদলকে আজ দুপুর ২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হল। ’

একটি ছাত্র সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে অন্য একটি ছাত্র সংগঠনকে হোস্টেল ত্যাগের নির্দেশ দিতে পারে কিনা জানতে চাইলে বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ সাদিক জাহিদুল বলেন, ‘আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রয়েছি। তবে বিষয়টি জানার পর মোবাইল ফোনে আমি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেছি ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হয় এমন কোন পদক্ষেপ না নিতে বলেছি। ’

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি সভাপতি রাকিব মোড়ল বলেন, ‘ছাত্রদলের সভাপতি কলেজের জায়গা দখল করে রেখেছে বহু বছর ধরে। তারা ক্যাম্পাসে শিবিরকে প্রশ্রয় দেয়। সেজন্য তাদের হোস্টেল ছেড়ে চলে যেতে বলেছি। আমরা কোন সংঘাত চাইনি। সেজন্য নোটিশ দিয়েছি। ’

কাউকে হোস্টেল ছাড়তে বলার এখতিয়ার তো কলেজ কর্তৃপক্ষের, এমনটা মনে করিয়ে দিলে রাকিব মোড়ল বলেন, ‘কলেজ প্রশাসন তো কোন সিদ্ধান্ত নিতে পারছে না। তারা তো কাউকে কলেজ ছাড়া করতে বলতে পারে না। তাই আমরা বলেছি। ’

বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি বলেন, ‘আমরা কলেজ শাখা ছাত্রলীগ কলেজ প্রশাসনের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তের পরই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ’

তবে এমন বিজ্ঞপ্তির পরও হোস্টেল ছাড়বে না বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা। বিএল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্লাহ দীপু বলেন, ‘হোস্টেল ছাড়তে বলতে পারে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রলীগ অন্যায়ভাবে এ ধরনের নোটিশ দিয়েছে। এ নোটিশ আমরা পরোয়া করি না। আমরা হোস্টেলে আছি, থাকব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলকে হোস্টেল ত্যাগের সময় বেঁধে দিয়ে ছাত্রলীগের নোটিশ

আপডেট সময় ১১:৩৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠানের আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের। কিন্তু সেই দায়িত্বটি নিজেদের কাঁধে তুলে নিয়েছে খুলনার সরকারি বিএল কলেজ ছাত্রলীগ। তারা রাজনৈতিক প্রতিপক্ষ ছাত্রদলকে আজ দুপুর দুইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে ‘জরুরি বিজ্ঞপ্তি’ দিয়েছে। একই সঙ্গে বিএল কলেজ ছাত্রদলকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণাও করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, কোনো সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণভাবে ছাত্রদল যেন ক্যাম্পাস ছেড়ে চলে যায় সেজন্য এই বিজ্ঞপ্তি দিয়েছি।

বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা জানানো যাচ্ছে যে, অনৈতিক, অসামাজিক, মিথ্যাচার ও সম্মানহানী কার্যকলাপের জন্য বিএল কলেজ ছাত্রদলকে অবাঞ্চিত ঘোষণা করা হল। কলেজ হোস্টেলে অবস্থানরত ছাত্রদলকে আজ দুপুর ২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হল। ’

একটি ছাত্র সংগঠন বিজ্ঞপ্তি দিয়ে অন্য একটি ছাত্র সংগঠনকে হোস্টেল ত্যাগের নির্দেশ দিতে পারে কিনা জানতে চাইলে বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ সাদিক জাহিদুল বলেন, ‘আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রয়েছি। তবে বিষয়টি জানার পর মোবাইল ফোনে আমি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করেছি ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হয় এমন কোন পদক্ষেপ না নিতে বলেছি। ’

বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি সভাপতি রাকিব মোড়ল বলেন, ‘ছাত্রদলের সভাপতি কলেজের জায়গা দখল করে রেখেছে বহু বছর ধরে। তারা ক্যাম্পাসে শিবিরকে প্রশ্রয় দেয়। সেজন্য তাদের হোস্টেল ছেড়ে চলে যেতে বলেছি। আমরা কোন সংঘাত চাইনি। সেজন্য নোটিশ দিয়েছি। ’

কাউকে হোস্টেল ছাড়তে বলার এখতিয়ার তো কলেজ কর্তৃপক্ষের, এমনটা মনে করিয়ে দিলে রাকিব মোড়ল বলেন, ‘কলেজ প্রশাসন তো কোন সিদ্ধান্ত নিতে পারছে না। তারা তো কাউকে কলেজ ছাড়া করতে বলতে পারে না। তাই আমরা বলেছি। ’

বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি বলেন, ‘আমরা কলেজ শাখা ছাত্রলীগ কলেজ প্রশাসনের সঙ্গে বসে এ সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তের পরই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ’

তবে এমন বিজ্ঞপ্তির পরও হোস্টেল ছাড়বে না বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা। বিএল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্লাহ দীপু বলেন, ‘হোস্টেল ছাড়তে বলতে পারে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রলীগ অন্যায়ভাবে এ ধরনের নোটিশ দিয়েছে। এ নোটিশ আমরা পরোয়া করি না। আমরা হোস্টেলে আছি, থাকব।’