অাকাশ জাতীয় ডেস্ক:
উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ এলাকার রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। টহল দিতে গিয়ে সদর থানা পুলিশ এই ককটেল উদ্ধার করে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে পুলিশ এই ককটেল উদ্ধারের তথ্য প্রকাশ করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে টহল দিতে গিয়ে পুলিশ এসব ককটেল উদ্ধার করে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা এবং সন্ত্রাসী মূলক কর্মকান্ড পরিচালনা জন্য এসব তৈরি করা হয়েছিল ।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১টার দিকে সদর উপজেলার দয়াল বাজার এলাকা থেকে ৫২ পিস ইয়াবাসহ মোঃ তারেক (২৭) কে আটক করে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 

























