ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

মাহফুজুর রহমানের পরবর্তী গানের সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী ও অরিজিৎ সিং

ফাইল ফটো

অাকাশ বিনোদন ডেস্ক:

ফালতু সমালোচনায় আমার গান গাওয়া কখনো থেমে যাবে না এমন মন্তব্য করে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন তার পরবর্তী গানের সংগীত পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত সংগীতকার বাপ্পী লাহিড়ী ও অরিজিৎ সিং।

মাহফুজুর রহমান বলেন, ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ছিল। বাবা গান খুব পছন্দ করতেন। আমার দুই বোনকে গান শিখানোর জন্য দু’জন শিক্ষক এবং দু’জন যন্ত্রবাদক রেখেছিলেন। আমাকেও বাবা বোনদের সঙ্গে গান শেখাতে বসাতেন। এতে গানের সঙ্গে মিতালিটা আমার জন্য খুবই সহজ হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নোংরামি, ব্ল্যাক মেইলিংয়ের মতো নেতিবাচক ঘটনা অহরহ ঘটছে। ইদানীং ফেসবুকে ব্লু হোয়েল নামক একটি গেম চালু হয়েছে। যার ফলে ছেলেমেয়েরা আত্মহত্যা পর্যন্ত করছে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি নজর দেওয়া আর সরকারের কাছে অনুরোধ ফেসবুক নিয়ন্ত্রণ করুন। না হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম বলে কিছুই থাকবে না।

তিনি আরো বলেন,গানকে বলা হয় গুরুমুখী বিদ্যা, গুরুর দীক্ষা ছাড়া ভালো গাওয়া সম্ভব হয় না, গলা না থাকলে গুরু যেমন কিছু করতে পারে না তেমনি গুরু ছাড়া গান হয় না। গানের জন্য নিয়মিত রেওয়াজ দরকার। আমি ২০ বছর ধরে সংগীত চর্চা করে আসছি।

আমার এই গায়ক হয়ে ওঠার পেছনে গুরু হিসেবে মান্নান মোহাম্মদের অবদান সবচেয়ে বেশি। তাকে ধন্যবাদ জানাই তিনি ধৈর্যসহকারে গান শিখিয়ে আমাকে এতটা পথ নিয়ে এসেছেন, তাকে আমি আমার গানের গুরু মানি। আমার গান শুনে কারো আত্মহত্যা করার দরকার নেই। আপনাদের হাতে রিমোর্ট কন্ট্রোল আছে। ভালো না লাগলে অন্য চ্যানেলে চলে যান। তবে আমার ভালো গানের মেধা যে ভোঁতা নয় তা সময়ই বলেদেবে ।

প্রতি বছর ২/৩ জন শিল্পী উপহার দিতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ও সম্প্রসারিত করতে চাই। আসলে আমি গাইব এটি বড় কথা নয়, আমি শিল্পী তৈরি করব এটিই আমার মূল পরিকল্পনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

মাহফুজুর রহমানের পরবর্তী গানের সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী ও অরিজিৎ সিং

আপডেট সময় ০৯:০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

ফালতু সমালোচনায় আমার গান গাওয়া কখনো থেমে যাবে না এমন মন্তব্য করে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেছেন তার পরবর্তী গানের সংগীত পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত সংগীতকার বাপ্পী লাহিড়ী ও অরিজিৎ সিং।

মাহফুজুর রহমান বলেন, ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ছিল। বাবা গান খুব পছন্দ করতেন। আমার দুই বোনকে গান শিখানোর জন্য দু’জন শিক্ষক এবং দু’জন যন্ত্রবাদক রেখেছিলেন। আমাকেও বাবা বোনদের সঙ্গে গান শেখাতে বসাতেন। এতে গানের সঙ্গে মিতালিটা আমার জন্য খুবই সহজ হয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্পর্কে তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নোংরামি, ব্ল্যাক মেইলিংয়ের মতো নেতিবাচক ঘটনা অহরহ ঘটছে। ইদানীং ফেসবুকে ব্লু হোয়েল নামক একটি গেম চালু হয়েছে। যার ফলে ছেলেমেয়েরা আত্মহত্যা পর্যন্ত করছে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি নজর দেওয়া আর সরকারের কাছে অনুরোধ ফেসবুক নিয়ন্ত্রণ করুন। না হলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম বলে কিছুই থাকবে না।

তিনি আরো বলেন,গানকে বলা হয় গুরুমুখী বিদ্যা, গুরুর দীক্ষা ছাড়া ভালো গাওয়া সম্ভব হয় না, গলা না থাকলে গুরু যেমন কিছু করতে পারে না তেমনি গুরু ছাড়া গান হয় না। গানের জন্য নিয়মিত রেওয়াজ দরকার। আমি ২০ বছর ধরে সংগীত চর্চা করে আসছি।

আমার এই গায়ক হয়ে ওঠার পেছনে গুরু হিসেবে মান্নান মোহাম্মদের অবদান সবচেয়ে বেশি। তাকে ধন্যবাদ জানাই তিনি ধৈর্যসহকারে গান শিখিয়ে আমাকে এতটা পথ নিয়ে এসেছেন, তাকে আমি আমার গানের গুরু মানি। আমার গান শুনে কারো আত্মহত্যা করার দরকার নেই। আপনাদের হাতে রিমোর্ট কন্ট্রোল আছে। ভালো না লাগলে অন্য চ্যানেলে চলে যান। তবে আমার ভালো গানের মেধা যে ভোঁতা নয় তা সময়ই বলেদেবে ।

প্রতি বছর ২/৩ জন শিল্পী উপহার দিতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ও সম্প্রসারিত করতে চাই। আসলে আমি গাইব এটি বড় কথা নয়, আমি শিল্পী তৈরি করব এটিই আমার মূল পরিকল্পনা।