অাকাশ জাতীয় ডেস্ক:
ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে সোর্স ও পুলিশ জনগণের রসানলে পড়ে অবশেষে মুক্তি দিতে বাধ্য হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ বাজারে।
স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে থেকে সেলিম রেজা (২৭) কে পুলিশ আটক করে। তার দেহ চল্লাশি করে কিছু পাওয়া না গেলেও রেখে যাওয়া বাইসাইকেলের সিটের নিচে থেকে চুইনগামে লাগানো ৫ পিচ ইয়াবা উদ্ধার শিওরদাহ পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক হোসেন। এসময় তাকে ক্যাম্পে আনার চেষ্টা করলে জনগণের রোষানলে পড়েন তিনি। জনগণের অভিযোগ, সেলিম রেজা নিরিহ মানুষ। সে রাজমিস্ত্রীর কাজ করে। ঘটনার দিনও সে বিকাল ৫ টা পর্যন্ত কাজ করে শিওরদাহ বাজার করতে এসেছিল। কোন অনৈতিক বা মাদকের সাথে সেলিম রেজার কোন সম্পর্ক নেই। সে আশিংড়ী গ্রামের পলাশ হোসেনের পুত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, শিত্তরদাহ গ্রামের পুলিশ সোর্স সামছের আলীর পুত্র মোরশেদ আলী, মশিয়ার রহমানের ছেলে কবীর হোসেন ও মৃত আলী হোসেনের ছেলে বিল্লাল হোসেন ফাঁসানো চেষ্টা করেছিল সেলিমকে। ঘটনার আগে তিনজন ব্যক্তি পর্যায়ক্রমে ঐ বাইসাইকেলের উপর বসেছিল।
পুলিশ সেলিমকে আটক করে ক্যাম্পে নিয়ে আসলে স্থানীয় জনগণ মিছিল করে ক্যাম্প ঘেরোয়া করে। এসময় পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকট সেলিমকে দিয়ে দেয়।
এ ব্যাপারে এএসআই ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল এবং তার বাইসাইকেলের নিকট থেকে ইয়াবা উদ্ধারও হয়েছে। পরে স্থানীয়রা জানায়, সে নিরিহ মানুষ। তাই তাকে স্থানীয়দের কাছে লিখিত নিয়ে ছেড়ে দেয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















