অাকাশ আইসিটি ডেস্ক:
পেপাল বাংলাদেশে আসছে কী আসছে না, এ নিয়ে দু’দিন ধরে দেশজুড়ে ব্যাপক ধোঁয়াশার প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন তিনি।
পেপাল আসছে নাকি জুম আসছে? বহুল চর্চিত এ প্রশ্নের উত্তরে পলক লিখেছেন, ‘পেপালের আন্তর্জাতিক অর্থ স্থানান্তর সার্ভিসটি ‘জুম’ নামে পরিচিত। জুম আলাদা কোনো কোম্পানি নয়। গুগলের মেইল সার্ভিসের নাম যেমন জিমেইল, এটিও তেমনই।’
তিনি বলেন, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে পেপালের একজন গ্রাহক তাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বাংলাদেশি ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারবে। জুম সার্ভিস ব্যবহার করে এ অর্থ স্থানান্তর করা যাবে। উল্লেখ্য, ১৯ অক্টোবর বাংলাদেশে পেপাল অাসছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী ওই অনুষ্ঠানে আরও বলেন, ‘এসব ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সুবিধা পাওয়া যাবে। এর ফলে প্রবাসীরা ৪০ মিনিটের মধ্যে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশের যে লাখ লাখ ফ্রিল্যান্সাররা রয়েছেন, তাদের যে ক্লায়েন্ট তারাও টাকাটা পেপালের মাধ্যমে সরাসরি পাঠাবেন। ১৯ অক্টোবর বাংলাদেশে পেপাল লাউন্সিং হতে যাচ্ছে। পেপালের সঙ্গে টেস্ট ট্রানজেকশন হয়েছে, প্রায় কয়েকশ ট্রাকজেকশন ইতোমধ্যে সাকসেসফুললি হয়েছে। তারপরেই পেপাল বাংলাদেশে অফিসিয়াল লাউন্সিংয়ের জন্য রাজি হয়েছে।’
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
আকাশ নিউজ ডেস্ক 



















