অাকাশ নিউজ ডেস্ক:
রাজশাহীর চারঘাটে ২৫ গ্রাম হেরোইনসহ ইউপি সদস্য আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা নামক স্থান থেকে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার শলুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। তিনি উপজেলার চামটা গ্রামের মৃত গোলাম পাঞ্জাতনের ছেলে। এ বিষয়ে এসআই মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, ইউপি সদস্য আশরাফ আলী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি জনপ্রতিনিধির আড়ালে দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে আসছিলেন।
শনিবার সকালে পুলিশ গোপন সংবাদে জানা যায়- হেরোইন সম্রাট আশরাফ আলী ২৫ গ্রাম হেরোইন নিয়ে বানেশ্বরের দিকে যাচ্ছে। পরে আশরাফ আলী নিল রংয়ের এপাচি মোটরসাইকেল যোগে শিশুতলা নামক স্থানে পৌঁছালে পুলিশ তার শরীর তল্লাশি করে ২৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।আশরাফ আলী ইতোপূর্বেও হেরোইনসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন বলে জানান ওসি নিবারন চন্দ্র বর্মন। শনিবার দুপুর ১১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, আশরাফ আলী দীর্ঘদিন ধরে হেরোইন ও ইয়াবা বিক্রি করে এলাকায় হেরোইন সম্রাট আশরাফ বলেই পরিচিতি লাভ করেন। হঠাৎ করেই তিনি গত ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে জনপ্রতিনিধিতে রুপান্তরিত হোন।এরপর সে ঐতিহ্যবাহি শলুয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য নির্বাচিত হোন। কিন্তু তার পরেও আশরাফ আলী হেরোইন ব্যবসা বন্ধ না করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে চালিয়ে যান অবৈধ হেরোইন বাণিজ্য।