অাকাশ নিউজ ডেস্ক:
যৌনতা নিয়ে চর্চা মানেই মুখে আঙুল৷ সর্বসমক্ষে এসব বলা বারণ৷ যারা এসব নিয়ে খুল্লমখুল্লা চর্চা করে, তাদের ‘সংস্কৃতি’-তে গলদ আছে৷ তাই, চুপ৷ কিন্তু মানুষের মন? সেখানে তো কোনও না কোনও সময় যৌনতা উঁকিঝুঁকি মারে৷ এখানে তো কোনও বাধানিষেধ নেই৷ বিশেষত পুরুষদের মনে যৌনতার চিন্তাভাবনাটা একটু বেশিই হাঁটাচলা করে৷ কেউ হয়তো এসব শুনে ভ্রু কোঁচকাবেন৷ কিন্তু খোদ ছেলেদেরই মুখে এই বক্তব্য শোনা৷
ছেলেরা জানিয়েছে, গোটা দিনটাই কোনও না কোনওভাবে তারা সেক্সের কথা চিন্তাভাবনা করে৷ তবে হ্যাঁ৷ সেই সঙ্গে আরও একটা কথা খোলসা করে দেওয়া দরকার৷ কল্পনায় যত বাড়াবাড়িই হোক, ছেলেরা কিন্তু বিছানায় এমন মেয়েকেই পছন্দ করে যার যৌনতা নিয়ে জ্ঞান আছে৷ মেয়েদের মন পড়া জটিল৷ কিন্তু অন্তত এই ক্ষেত্রে বাজি মেরে দেয় ছেলেরা৷ তাই যদি কেউ কোনও মেয়েকে কোনও ছেলে বলে, “তোমার মনে কি চলছে, আমি জানি৷” তাহলে অস্বীকার করে লাভ নেই৷ কারণ মুখে “না” করলেও মনে মনে কিন্তু সেই মেয়েটি জানে সে কী ভাবছে৷
– Advertisement –
এখানে মেয়েদের জন্য একটা ফান্ডা আছে৷ কয়েকটি ছোটোখাটো বিষয় জানলে কিন্তু সে অনায়াসে কোনও ছেলেকে পটিয়ে ফেলতে পারে৷ প্রথম কাজ, কমপ্লিমেন্ট দিন৷ মেয়েরা যেমন সুখ্যাতি শুনতে পছন্দ করে, ছেলেরাও করে৷ তবে সৌন্দর্যের চর্চার চেয়ে যদি বিছানা নিয়ে চর্চা চলে, তবে ছেলেদের আকর্ষণ সেখানে কেন্দ্রীভূত হবেই হবে৷ ছেলেরা শুনতে পছন্দ করে, “বিছানায় তুমি অসাধারণ”৷
বিছানায় মিলিত হওয়ার পর একটু স্পেস পছন্দ করে ছেলেরা৷ তবে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটে সেক্সের সময়৷ ওই সময় সাইলেন্স থাকলে পোয়াবারো৷ তবে এসবই ভালোবেসে কাছে আসার গল্প৷ কখনওসখনও সেক্স শুধু শারীরিক চাহিদা থেকেও হয়৷ সেই ঘরে ইমোশনের কোনও এন্ট্রি থাকে না৷ ফোরপ্লে থাকে দরজার বাইরেই৷ এমন ক্ষেত্রে কিন্তু মাঝেমধ্যে সাড়া দেওয়া উচিত৷ নাহলে পাখি ফুড়ুৎ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে৷
কিন্তু এতকিছুর মাঝেও একটা বিষয় ছেলেদের মনে পিনের মতো গেঁথে থাকে৷ “নারী চরিত্র বেজায় জটিল”৷ মেয়েরা কখন কী ভাবে, বোঝা দুঃসাধ্য৷ তাই অন্তত এই সময়টা প্রতিটি ছেলে তার পার্টনারের থেকে সততা আশা করে৷ দিনের বাকি সময়টা যা খুশি হোক, এই সময় কিন্তু স্বামী বা বয়ফ্রেন্ডে সঙ্গে সৎ থাকা দরকার৷ ঠিক কী দরকার, মুখ ফুটে বলা ভালো৷ কিছু ভুল বা সমস্যা হলে জানাতে দ্বিধা করা উচিত নয়৷ তাতে বিশ্বাস বাড়ে৷
তবে সবার আগে দরকার নিজেকে আকর্ষণীয় করে তোলা৷ স্ত্রী বা গার্লফ্রেন্ড যদি একটু সেজেগুজে থাকে, কার না ভালো লাগে? আর সেক্সের ঠিক আগের মুহূর্তে যদি চোখে অল্প কাজল দিয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে, আকর্ষণীয় লজাঁরি পরে প্রিয় মানুষটির সমক্ষে দাঁড়ানো যায়, আর কে আটকায়? ওখানেই আটকে যাবে ‘তার’ হৃদয়৷ আর তারপর? ধীরে বন্ধু ধীরে…৷
আকাশ নিউজ ডেস্ক 
























