অাকাশ বিনোদন ডেস্ক:
কিছুদিন আগেই শুভ মহরত হয়ে গেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উমা’র। ইয়েতি অভিযান ছবির রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নতুন ছবি ‘উমা’ নিয়ে।
সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় উমা ছবির মেকআপ রুম থেকে দুই সুন্দরীর ছবি শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে একদিকে রয়েছেন শ্রাবন্তী অন্যদিকে সায়ন্তিকা। দু’জনেই তৈরি হচ্ছেন শুটিং এ যাওয়ার জন্য।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি মূলত সম্পর্ক-কেন্দ্রিক। বাবা ও মেয়ের সম্পর্ককে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সৃজিত। এই প্রথম ছবিতে অভিষেক করছেন যীশুর কন্যা সারা এবং জারা। এই ছবির বিষয়বস্তু দুর্গাপূজোকে কেন্দ্র করে। তবে ছবির গল্প নিয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ পরিচালক।
‘উমা’ ছবির শুটিং শুরু হবে সুইজারল্যান্ডে। ছবির মুখ্য চরিত্রে থাকবেন যীশু সেনগুপ্ত। রিয়েল লাইফের বাবা হওয়ার থেকেও রিল লাইফের বাবা হওয়া বেশি কঠিন বলে জানালেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























