অাকাশ বিনোদন ডেস্ক:
ব্যক্তিগত জীবনে টলিউড অভিনেতা প্রসেনজিতের সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি। সম্প্রতি মুক্তি পেয়েছে অর্পিতা অভিনীত বলিউড সিনেমা ‘শব’। সিনেমাটি পরিচালনা করেছেন অনির।
এ সিনেমায় তার চরিত্রের প্রয়োজনে চুল কেটে ফেলেছিলেন অর্পিতা। এতে তাকে ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের কাছে নিজের কথা প্রকাশ করেন তিনি।
শখের চুল কেটে ফেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে কোনো অসুবিধা হয়নি? এমন প্রশ্নের জবাবে অর্পিতা বলেন, ‘না একেবারেই হয়নি। চরিত্রের প্রয়োজনে চুল কাটতে হয়েছে। এতে কোনো আফসোস নেই।
কারণ, চুলতো বেড়ে যাবে। আর সিনেমার প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য করতে হতেই পারে। অনেকেই করেছেন। এটা নতুন কিছু নয়। তবে প্রথম প্রথম একটু অস্বস্তি হয় ঠিকই, পরে ঠিক হয়ে যায়। ওই সময় মাথার মধ্যে অভিনয় ছাড়া কিছু থাকে না।’
আকাশ নিউজ ডেস্ক 
























