অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
উত্তরপ্রদেশের কানপুর শহরে খুচরো পয়সা না নেওয়ায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা এবার তাদের ব্যানারে উত্তর কোরিয়ার একনায়ক কিমের সঙ্গে তুলনা করলেন মোদীর৷ এই ব্যবসায়ীদের মতে, ব্যাংক কর্মী ১০ টাকার কয়েন ব্যাংকে জমা করতে চাইছে না৷ যার ফলে বেশ সমস্যায় পড়েছেন তারা৷
এদিকে পুলিশ এই বিতর্কিত ব্যানার-পোস্টার তৈরির করার অপরাধে ২৩ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ জানা গেছে, ১২ অক্টোবর সকালে শহরের বেশ কিছু স্থানে এই হোর্ডিং চোখে পড়ে৷ হালকা নীল রংয়ের এই হোর্ডিং-এ একদিকে কিমের ছবি রয়েছে, যেখানে লেখা আছে, ‘আমি পৃথিবীকে ধ্বংস করেই শান্ত হব’৷
আবার এই হোর্ডিংয়ের অন্যদিকটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়া এবং সেখানে লেখা রয়েছে, ‘আমি ব্যবসাকে মুছে ফেলেই নিঃশ্বাস ফেলব’৷ কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করে৷ এই মামলার বিষয়ে এসপি অশোক কুমার বর্মা জানান, শহরে অনুচিৎ হোর্ডিং ও ব্যানার লাগানোর অপরাধে বিলহোরের বাসিন্দা প্রবীণ কুমার অগ্নিহোত্রীকে হাতেনাতে ধরে পুলিশ৷
আকাশ নিউজ ডেস্ক 
























