অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। বিগত অনেক বছরের মধ্যে ভিয়েতনামে এটি ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।
এ সপ্তাহে বিভিন্ন প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্য ও ভূমিধসে এখনো নিখোঁজ ৩৯ জনকে খুঁজে বের করতে উদ্ধার কর্মীরা ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে। এদিকে আরেকটি বড় ধরণের ঝড় ভিয়েতনামের দিকে ধেয়ে আসছে বলে আবহাওয়াবিদরা সতর্ক করে দিয়েছে।
খবরে বলা হয় এ সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে বহু ঘরবাড়ির ক্ষতি হয়েছে এবং হাজার হাজার একর জমির ফসল ভেসে গেছে। ৬৩ বছর বয়সী এক কৃষক জানান, বন্যায় আমাদের পুরো গ্রামের সকল পুকুরের মাছ এবং জমির ফসল ভেসে গেছে। এছাড়া বন্যায় অনেক রাস্তা তলিয়ে গেছে।
এ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজে সহযোগিতা করতে হাজার হাজার পুলিশ ও সৈন্য মোতায়েন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























