অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ধর্ষণের দায়ে জেলে থাকা কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর বিরুদ্ধে ৪০০ ভক্তের করা জোরপূর্বক জননাঙ্গ কেটে ফেলার অভিযোগের তদন্ত শুরু করেছে। মঙ্গলবার এব্যাপারে রাম রহিমের জবানবন্দীও নেওয়া হয়েছে। হরিয়ানার রোহতাক কারাগারে বিশেষ আদালতের অনুমতি সাপেক্ষ দুই অনুসারীকে ধর্ষণের জেরে ২০ বছরের কারাদণ্ড পাওয়া রাম রহিমের জবানবন্দী নেওয়া হয়।
রাম রহিমের বিরুদ্ধে ভক্তদের দায়ের করা অনেকগুলো মামলার একটি হলো ধারালো অস্ত্র দিয়ে ৪০০ জনের জোরপূর্বক জননাঙ্গ কাটার অভিযোগে করা এফআইআর। রাম রহিমের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন হংসরাজ চৌহান। তার অভিযোগ, ডেরায় প্রায় প্রত্যেক পুরুষ অনুসারীর জননাঙ্গ কেটে নেওয়া। রাম রহিমের সাফাই ছিল, এর মাধ্যমেই কেবল ঈশ্বরকে পাওয়া সম্ভব। এই বলেই পুরুষ শিষ্যদের এই কাজে বাধ্য করা হত।
তবে অভিযোগকারীদের ভাষ্য, ডেরায় নারী অনুসারীদের যাতে কেবল নিজেই ভোগ করতে পারেন, সেকারণেই এমন ব্যবস্থা নিয়েছিলেন রাম রহিম। এখন সিবিআই-এর জেরায় নিজের দোষ স্বীকার করলেন কিনা তিনি- সেটাই এখন দেখার বিষয়।
আকাশ নিউজ ডেস্ক 

























