আকাশ জাতীয় ডেস্ক :
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, সুদের হার এই মুহূর্তে বেশি রয়েছে। সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে দেশের আর্থিক খাত আর রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া নয় ছয় সুদের হারে ফিরে যাবে না।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘আইসিসি রাউন্ড টেবিল অন ইমপ্লিকেশনস অব এলডিসি গ্র্যাজুয়েশন ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি: বাংলাদেশ পারস্পেকটিভ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাজারভিত্তিক সুদের হার নির্ধারিত হবে জানিয়ে গভর্নর বলেন, যার জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতেই হবে। এর জন্য খেলাপি হার কমাতে হবে।
তিনি বলেন, এলডিসি হোক বা না হোক উন্নয়নের স্বার্থেই মূল্যস্ফীতি কমানো, বৈদেশিক মুদ্রার দামে স্থিতিশীলতা, খেলাপি কমিয়ে আমানতকারীদের ফেরানো, রিজার্ভ ভালো অবস্থানে নেওয়া সার্বিক উন্নয়নের অংশ।
আকাশ নিউজ ডেস্ক 

























