ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু

৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

অাকাশ জাতীয় ডেস্ক:

হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবেনা। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে।

রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বিজিএমইএ’র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান। তিনি বলেন, সরকার বিজিএমইএ’কে জমি দিয়েছে। আমরা জমির মূল্য পরিশোধ করেছি। এখন অবকাঠামো নির্মাণ করবো। এজন্য সময় প্রয়োজন।

এ পর্যায়ে আদালত বলেন, আপনাদের ইতিপূর্বে আরো কয়েকবার সময় দেয়া হয়েছে। কেন ভবন অপসারণ করেননি? আপনারা যদি মনে করে থাকেন, আদালতে এসে সময় চাইবেন আর সময় দেয়া হবে; এ ধরনে মনোভাব পোষণ করা ঠিক না। এরপরই আদালত সাত মাস সময় দিয়ে ভবন ভাঙার আদেশ প্রতিপালন করতে বলেন।

এর আগে সুপ্রিমকোর্টের আপিল এই অবৈধ ভবনটি ভাঙতে বিজিএমইএকে ৯০ দিনের সময় দিয়েছিলো। যদি ওই সময়ে মধ্যে ভবন না ভাঙে তাহলে, রাজউককে ভেঙে ফেলতে বলা হয়। ওই সময়সীমা পার হওয়ার আগেই বিজিএমইএ আপিল বিভাগে এক বছর সময় চেয়ে আবেদন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে শপিংমলে আগুন, ৫ জনের মৃত্যু

৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

আপডেট সময় ১২:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবেনা। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে।

রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বিজিএমইএ’র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান। তিনি বলেন, সরকার বিজিএমইএ’কে জমি দিয়েছে। আমরা জমির মূল্য পরিশোধ করেছি। এখন অবকাঠামো নির্মাণ করবো। এজন্য সময় প্রয়োজন।

এ পর্যায়ে আদালত বলেন, আপনাদের ইতিপূর্বে আরো কয়েকবার সময় দেয়া হয়েছে। কেন ভবন অপসারণ করেননি? আপনারা যদি মনে করে থাকেন, আদালতে এসে সময় চাইবেন আর সময় দেয়া হবে; এ ধরনে মনোভাব পোষণ করা ঠিক না। এরপরই আদালত সাত মাস সময় দিয়ে ভবন ভাঙার আদেশ প্রতিপালন করতে বলেন।

এর আগে সুপ্রিমকোর্টের আপিল এই অবৈধ ভবনটি ভাঙতে বিজিএমইএকে ৯০ দিনের সময় দিয়েছিলো। যদি ওই সময়ে মধ্যে ভবন না ভাঙে তাহলে, রাজউককে ভেঙে ফেলতে বলা হয়। ওই সময়সীমা পার হওয়ার আগেই বিজিএমইএ আপিল বিভাগে এক বছর সময় চেয়ে আবেদন করে।