ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘রেড লাইন’ ঘোষণা ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বোমা বিস্ফোরণ অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ, জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন হাসিনা: আমির খসরু বিগত ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল : আইজিপি ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান রাজধানীর বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা দেশকে ধ্বংসস্তুূপ থেকে উদ্ধার করতে একমাত্র প্রয়োজন বিএনপি সরকার :খায়রুল কবির খোকন সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম

খেললেন হামজা, শেষ মুহূর্তের গোলে লেস্টারের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগের বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়েছিল লেস্টার সিটি। টানা দুই পরাজয়ের পর ৩০ ডিসেম্বর জয়টা তাদের অবশ্যম্ভাবী ছিল। তবে নতুন বছরে আবারও হেরে শুরু করে পূর্ব মিডল্যান্ডসের ক্লাবটি। এমন অম্লমধূর অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছে তারা। সোমবার রাতে আব্দুল ফাতাওয়ের শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরেছে লেস্টার। এদিন শুরুর একাদশ থেকে পুরো ৯০ মিনিট খেলেছেন লেস্টারের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।

নিজেদের হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়নশিপের খেলায় ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে আতিথেয়তা দেয় লেস্টার সিটি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে হামজাদের ক্লাব। ১৮ মিনিটে জর্ডান আইউর গোলে লিড নেয় লেস্টার। ৩৪ মিনিটে অতিথিদের সমতায় ফেরান কার্লান গ্রান্ট। নির্ধারিত সময়েও যখন সমতা, ড্র-ই ধরা হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। তবে লেস্টারের ঘানার উইঙ্গার ফাতাওয়ের যোগ করা সময়ের ৪ মিনিটের গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল।

এদিন পুরো ম্যাচে দারুণ খেলেছেন হামজা। রক্ষণে ৮টি ক্লিয়ারেন্স, দুটি ট্যাকল এবং একটি ব্লক করেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে বল রিকভারি করেন আরও একবার। ৭৬ বার বলে স্পর্শ করে দুবার গোলের সুযোগও তৈরি করেন বাংলাদেশের ‘নম্বর এইট’।

২৬ ম্যাচে ১০ জয়, ৭ ড্র এবং ৯ পরাজয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২-তে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পদোন্নতির জন্য বাছাই খেলতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের সেরা ছয়ের মধ্যে। তালিকার ৬-এ থাকা ওয়াটফোর্ডের চেয়ে হামজারা ৪ পয়েন্ট পিছিয়ে। সমান ম্যাচে লেস্টারের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তালিকার ১৮ নম্বরে ওয়েস্ট ব্রমউইচ। ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে কভেন্ট্রি সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেললেন হামজা, শেষ মুহূর্তের গোলে লেস্টারের জয়

আপডেট সময় ০৫:০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগের বছরের শেষটা জয় দিয়ে রাঙিয়েছিল লেস্টার সিটি। টানা দুই পরাজয়ের পর ৩০ ডিসেম্বর জয়টা তাদের অবশ্যম্ভাবী ছিল। তবে নতুন বছরে আবারও হেরে শুরু করে পূর্ব মিডল্যান্ডসের ক্লাবটি। এমন অম্লমধূর অভিজ্ঞতার মধ্য দিয়েই যাচ্ছে তারা। সোমবার রাতে আব্দুল ফাতাওয়ের শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরেছে লেস্টার। এদিন শুরুর একাদশ থেকে পুরো ৯০ মিনিট খেলেছেন লেস্টারের বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।

নিজেদের হোম ভেন্যু কিং পাওয়ার স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়নশিপের খেলায় ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে আতিথেয়তা দেয় লেস্টার সিটি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে হামজাদের ক্লাব। ১৮ মিনিটে জর্ডান আইউর গোলে লিড নেয় লেস্টার। ৩৪ মিনিটে অতিথিদের সমতায় ফেরান কার্লান গ্রান্ট। নির্ধারিত সময়েও যখন সমতা, ড্র-ই ধরা হচ্ছিল ম্যাচের সম্ভাব্য ফল। তবে লেস্টারের ঘানার উইঙ্গার ফাতাওয়ের যোগ করা সময়ের ৪ মিনিটের গোলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মার্টি সিফুয়েন্তেসের দল।

এদিন পুরো ম্যাচে দারুণ খেলেছেন হামজা। রক্ষণে ৮টি ক্লিয়ারেন্স, দুটি ট্যাকল এবং একটি ব্লক করেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাছ থেকে বল রিকভারি করেন আরও একবার। ৭৬ বার বলে স্পর্শ করে দুবার গোলের সুযোগও তৈরি করেন বাংলাদেশের ‘নম্বর এইট’।

২৬ ম্যাচে ১০ জয়, ৭ ড্র এবং ৯ পরাজয়ে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১২-তে লেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পদোন্নতির জন্য বাছাই খেলতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের সেরা ছয়ের মধ্যে। তালিকার ৬-এ থাকা ওয়াটফোর্ডের চেয়ে হামজারা ৪ পয়েন্ট পিছিয়ে। সমান ম্যাচে লেস্টারের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তালিকার ১৮ নম্বরে ওয়েস্ট ব্রমউইচ। ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে কভেন্ট্রি সিটি।