আকাশ স্পোর্টস ডেস্ক :
চুল প্রায় পুরোটাই পেকে গিয়েছে। দাড়িও পেকেছে অনেকটাই। কিন্তু শরীরের কাঠামো এখনও মজবুত। অবিশ্বাস্য এক লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছেন কাজুইয়োশি মিউরা।
সেই ১৯৮২ সাল থেকে পথচলা শুরু। এরপর শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে এখন বুড়ো। তবুও থেমে নেই তিনি। ৫৯ বছর বয়সেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছেন ‘কিং কাজু’ হিসেবে পরিচিত এ জাপানিজ ফুটবলার কাজুয়োশি মিউরার। যোগ দিয়েছেন দেশটির তৃতীয় ডিভিশনের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডে।
বর্তমানে বিশ্বের প্রবীণ পেশাদার ফুটবলার মিউরাই। নিজের শহরের ক্লাব ইয়োকোহামা এফসি থেকে লোনে প্রতি বছরই বিভিন্ন ক্লাবে খেলে বেড়াচ্ছেন। এই নিয়ে লোনে চতুর্থ ক্লাবে খেলবেন। এটি হবে তার ৪১তম পেশাদার মৌসুম। গত মৌসুমে চতুর্থ বিভাগের অ্যাটলেটিকো সুজুকায় খেললেও সাত ম্যাচে গোল করতে পারেননি।
কাজুয়োশি বলেন, যত বেশি খেলি, ফুটবলের প্রতি ভালোবাসা তত বেড়ে যাচ্ছে। বয়স যতই বাড়ুক এবছর আমি ৫৯ হব, তবুও আমার উৎসাহ কমে না, বরং বাড়ছে।
কাজুয়োশি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৮৬ সালে ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে। ব্রাজিল, ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং জাপানে তিনি পেশাদার ফুটবল খেলেছেন। ২০১৭ সালে ৫০ বছর বয়সে পেশাদার ম্যাচে গোল করে ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসের রেকর্ড ভাঙেন তিনি। এছাড়া ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত জাপান জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।
৬০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান কাজুয়োশি। এর আগে ৭৪ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলে গিনেস বুকে নাম লিখিয়েছেন মিশরের এজেলদিন বাহাদের।
আকাশ নিউজ ডেস্ক 

























