ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল

আকাশ স্পোর্টস ডেস্ক :

অবসরের ঘোষনা দিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক মার্টিন গাপটিল।

বুধবার দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ওপেনার।

বিদায়বেলা আবেগতাড়িত হয়েছেন গাপটিল। দেশের হয়ে খেলাটা যে তার স্বপ্ন ছিল তা জানিয়ে ৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, “শৈশব থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে সব মিলিয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরেছি। সতীর্থদের সঙ্গে যে সব স্মৃতি জমিয়েছি তা সারা জীবন মনের মধ্যে সতেজ থাকবে। সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।”

নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল।

এরপর আর কোনও সংস্করণে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া ওপেনার বিদায় নিচ্ছেন দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে।

সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে ১২২ ম্যাচে ২ সেঞ্চুরিতে রান করেছেন ৩৫৩১ রান। আর ওয়ানডেতে ১৮ সেঞ্চুরিতে করেছেন ৭৩৪৬ রান।

ম্যাচ খেলেছেন ১৯৮টি। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসটি তারই। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দীর্ঘ সংস্করণে ৪৭ টেস্টে রান করেছেন ২৫৮৬। সেঞ্চুরি ৩টি।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন খেলবেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির

অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আকাশ স্পোর্টস ডেস্ক :

অবসরের ঘোষনা দিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক মার্টিন গাপটিল।

বুধবার দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ওপেনার।

বিদায়বেলা আবেগতাড়িত হয়েছেন গাপটিল। দেশের হয়ে খেলাটা যে তার স্বপ্ন ছিল তা জানিয়ে ৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, “শৈশব থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল। আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে সব মিলিয়ে ৩৬৭ ম্যাচ খেলতে পেরেছি। সতীর্থদের সঙ্গে যে সব স্মৃতি জমিয়েছি তা সারা জীবন মনের মধ্যে সতেজ থাকবে। সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।”

নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গাপটিল।

এরপর আর কোনও সংস্করণে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০০৯ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হওয়া ওপেনার বিদায় নিচ্ছেন দলের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ এবং ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে।

সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারে ১২২ ম্যাচে ২ সেঞ্চুরিতে রান করেছেন ৩৫৩১ রান। আর ওয়ানডেতে ১৮ সেঞ্চুরিতে করেছেন ৭৩৪৬ রান।

ম্যাচ খেলেছেন ১৯৮টি। ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসটি তারই। ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দীর্ঘ সংস্করণে ৪৭ টেস্টে রান করেছেন ২৫৮৬। সেঞ্চুরি ৩টি।

তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছুদিন খেলবেন তিনি।