আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার শাসক বাশার আল আসাদকে জনসংশ্লিষ্টতা বাড়াতে হবে এবং একটি টেকসই রাজনৈতিক সমাধানের দিকে উদ্যোগী হতে হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এরদোগান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে সিরিয়ার চলমান সঙ্কট নিয়ে এ কথা বলেন। বিশ্বব্যাংকের যোগাযোগ বিষয়ক মহাপরিচালক এক বিবৃতিতে এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।
এরদোগান বলেন, তুরস্ক সিরিয়ার উত্তেজনা প্রশমনে এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি জাতিসংঘের মহাসচিবকে জানান, যে সংঘাতটি এখন নতুন পর্যায়ে পৌঁছেছে, তার সবচেয়ে বড় চাওয়া হল সিরিয়া যেন বড় ধরনের অস্থিতিশীলতার মধ্যে না পড়ে এবং আরও বেশি বেসামরিক লোক নিহত না হয়।
এরদোগান আরও জানান, আঙ্কারা উত্তেজনা কমাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রক্রিয়া সূচিত করতে কঠোর পরিশ্রম করছে। তারা এই প্রচেষ্টা চালিয়ে যাবে।
গুতেরেসে এরদোগানকে জানান, সব বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এবং জাতিসংঘের মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া জরুরি, যাতে রক্তপাত বন্ধ করা যায়।
তিনি বলেন, সব পক্ষের ওপর আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা দেখতে পাচ্ছি একটি দীর্ঘস্থায়ী সম্মিলিত ব্যর্থতার তিক্ত ফল হচ্ছে সিরিয়া, যেখানে আগের কোনো শিথিলকরণ ব্যবস্থা গঠনমূলক জাতীয় যুদ্ধবিরতি বা একটি সত্যিকারের রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে পারেনি।
গুতেরেস বলেন, ১৪ বছরের সংঘাতের পর, এখন সময় এসেছে উভয় পক্ষের জন্য একযোগে একটি নতুন অন্তর্ভুক্তিমূলক এবং বিস্তৃত সমাধানের পথে কাজ করার।
সিরিয়া এখন একটি নতুন চিন্তার বিষয়ে পরিণত হয়েছে, বিশেষত বিরোধী বাহিনীর উত্তরাঞ্চলে আকস্মিক অগ্রগতি দেখা যচ্ছে, গত সপ্তাহে তারা সরকারের সেনাদের কাছ থেকে আলেপ্পো শহরসহ তিনটি শহর দখল করে নিয়েছে।
বৃহস্পতিবার তারা হামা শহরটি দখল করেছে, যা তাদের একটি বড় বিজয় হিসেবে বিবেচিত এবং আসাদ সরকারের এবং তার রুশ ও ইরানি মিত্রদের জন্য নতুন একটি আঘাত।
আকাশ নিউজ ডেস্ক 
























