আকাশ জাতীয় ডেস্ক :
জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিল ঠিকই, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের খুনের নেশা চেপে বসেছিল।
রবিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শামীম সাঈদী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫ আগস্টের জন্ম হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সোহরাব হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার হোসেন।
জনসমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হারিজ মোল্লা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এনায়েত হোসেন, জেলা শিবিরের সাবেক সভাপতি ফরিদুল হুদাসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ও শিবিরের কয়েক হাজার নেতাকর্মী।
আকাশ নিউজ ডেস্ক 






















