আকাশ স্পোর্টস ডেস্ক:
বায়ার্ন মিউনিখ সফর করেছেন দলটির সাবেক কোচ পেপ গার্দিওলা। কার্লো আনচেলত্তিকে বরখাস্তের পর এই সাক্ষাত হলো তাদের। তবে আপাতত ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এই স্প্যানিশ কোচের। এরপরও বায়ার্ন যাকে কোচ হিসেবে নিয়োগ দেবে তাকে পরামর্শ দিয়ে সহায়তা করবেন গার্দিওলা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গত সপ্তাহে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৩-০ গোলে হারের পর কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে বায়ার্ন। আপাতত সহকারি কোচ উইলি সাগনোল অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তার অধীনে প্রথম ম্যাচে বুন্দেসলিগার শেষ ম্যাচে বায়ার্ন ২-২ গোলে ড্র করেছে।
তবে মৌসুমের পুরো সময় হয়তো সগনোলকে এই দায়িত্ব দেওয়া হবে না। সেক্ষেত্রে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ থমাস টুকেল বা হফেইনহেমের কোচ নেজেলসম্যানকে বেছে নিতে পারেন বায়ার্ন প্রেসিডেন্ট উইলি হয়েনেস। মিউনিখ সফরে গিয়ে মূলত গার্দিওলা নতুন কোচ নিয়োগ প্রসঙ্গেই পরামর্শ দিয়ে এসেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























