অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলাম জানান, পোস্তগোলা এলাকা সংলগ্ন বুড়িগঙ্গায় মঙ্গলবার গভীর রাতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানায়, অর্ধগলিত লাশটি দেখে শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যায়নি। দেখে মনে হয়েছে, ৫/৬ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























