ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

বাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলেও ম্যাচে নিজের দায়িত্ব সঠিকভাবে পূরণের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে ছাড়িয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের এই ক্রিকেটার।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ করে আইসিসি। লম্বা একটা সময় শীর্ষে থাকা বাবর আরও এক ধাপ নিচে নেমে এখন চার নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রানের পুঁজি গড়ার পথে অবদান রাখেন সূর্যকুমার। চার নেমে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারা প্রথম ম্যাচে ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৮ রান করেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন তিনি।

দুইয়ে থাকা এইডেন মারক্রামের রেটিং পয়েন্ট ৭৯২। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে শিগগিরই টপকে যাওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমারের, তার রেটিং পয়েন্ট ৭৮০। বেশ কিছু দিন ধরে সেভাবে হাসছে না বাবরের ব্যাট। ইংলিশদের বিপক্ষে ৩ চারে ২৪ বলে ৩১ রান করলেও তৃতীয়স্থান ধরে রাখতে পারেননি পাকিস্তান অধিনায়ক। ৭৭১ রেটিং পয়েন্ট এখন তার।

অস্ট্রেলিয়ার ৪ উইকেটের জয়ে ২ ছক্কা ও ৬ চারে ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলা ম্যাথু ওয়েডের অগ্রগতি ৫ ধাপ। এই কিপার-ব্যাটসম্যান আছেন ৬৮ নম্বরে। অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখা হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ২২ ধাপ। ৫ ছক্কা ও ৭ চারে ৩০ বলে অপরাজিত ৭১ রান করে তিনি এখন ৬৫তম স্থানে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হার্দিকের। ২ ধাপ এগিয়ে তিনি এখন পঞ্চম স্থানে। যথারীতি সবার ওপরে সাকিব আল হাসান।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। ভারতের বিপক্ষে ৩৯ রানে ২ উইকেট নেন এই পেসার। আগের মতোই দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই রিস্ট স্পিনার, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ। পাকিস্তানের হারিস রউফের উন্নতি হয়েছে ৪ ধাপ। তিনি জায়গা করে নিয়েছেন ২১তম স্থানে। তার সতীর্থ মোহাম্মদ নাওয়াজ ৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩১ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

আপডেট সময় ০৬:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলেও ম্যাচে নিজের দায়িত্ব সঠিকভাবে পূরণের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাবর আজমকে ছাড়িয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের এই ক্রিকেটার।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ করে আইসিসি। লম্বা একটা সময় শীর্ষে থাকা বাবর আরও এক ধাপ নিচে নেমে এখন চার নম্বরে। প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রানের পুঁজি গড়ার পথে অবদান রাখেন সূর্যকুমার। চার নেমে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। এতে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যান ডানহাতি এই ব্যাটসম্যান।

ব্যাট হাতে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হারা প্রথম ম্যাচে ৪৬ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৮ রান করেন পাকিস্তানের কিপার-ব্যাটসম্যান। ক্যারিয়ার সর্বোচ্চ ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন তিনি।

দুইয়ে থাকা এইডেন মারক্রামের রেটিং পয়েন্ট ৭৯২। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে শিগগিরই টপকে যাওয়ার সুযোগ রয়েছে সূর্যকুমারের, তার রেটিং পয়েন্ট ৭৮০। বেশ কিছু দিন ধরে সেভাবে হাসছে না বাবরের ব্যাট। ইংলিশদের বিপক্ষে ৩ চারে ২৪ বলে ৩১ রান করলেও তৃতীয়স্থান ধরে রাখতে পারেননি পাকিস্তান অধিনায়ক। ৭৭১ রেটিং পয়েন্ট এখন তার।

অস্ট্রেলিয়ার ৪ উইকেটের জয়ে ২ ছক্কা ও ৬ চারে ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলা ম্যাথু ওয়েডের অগ্রগতি ৫ ধাপ। এই কিপার-ব্যাটসম্যান আছেন ৬৮ নম্বরে। অস্ট্রেলিয়াকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখা হার্দিক পান্ডিয়া ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন ২২ ধাপ। ৫ ছক্কা ও ৭ চারে ৩০ বলে অপরাজিত ৭১ রান করে তিনি এখন ৬৫তম স্থানে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হার্দিকের। ২ ধাপ এগিয়ে তিনি এখন পঞ্চম স্থানে। যথারীতি সবার ওপরে সাকিব আল হাসান।

বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। ভারতের বিপক্ষে ৩৯ রানে ২ উইকেট নেন এই পেসার। আগের মতোই দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন দুই রিস্ট স্পিনার, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি ও ইংল্যান্ডের আদিল রশিদ। পাকিস্তানের হারিস রউফের উন্নতি হয়েছে ৪ ধাপ। তিনি জায়গা করে নিয়েছেন ২১তম স্থানে। তার সতীর্থ মোহাম্মদ নাওয়াজ ৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩১ নম্বরে।