আকাশ জাতীয় ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর ইকবাল (১৫) শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা মুনির আহমদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন সাহদিয়া (৪), মো. আনাস (১৫), নবী হোসেন (২১), জাহিদ আলম (৩০) ও আহত আরেকজনের নাম জানা যায়নি। হতাহতরা সবাই তুমব্রু সীমান্তের নোম্যানস ল্যান্ডের বাসিন্দা।
তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পাঁচ বছর ধরে আশ্রয়শিবির গড়ে তুলে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত চার হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। আশ্রয়শিবির ঘেঁষে (পেছনে) মিয়ানমারের কাঁটাতারের বেড়া ও রাখাইন রাজ্যের একাধিক পাহাড়। পাহাড়ের ওপর দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) একাধিক তল্লাশিচৌকি।
শূন্যরেখার আশ্রয়শিবির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে হঠাৎ মর্টার শেল আঘাত হানে। পর পর তিনটি মর্টার শেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় ইকবালসহ ছয়জন আহত হন। তাদের উখিয়ার কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে ইকবাল মারা যান। অন্যদের সেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে আজ শুক্রবার দুপুরে একই সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হন। তুমব্রু হেডম্যান পাড়ার ৩৫নং পিলারের ৩০০ মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত অন্নথাইং তঞ্চঙ্গ্যা ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যান পাড়ার বাসিন্দা।
আকাশ নিউজ ডেস্ক 



















